রাশিয়া থেকে না কিনে কাজাখস্তানের কাছ থেকে তেল কিনছে জার্মানি। তবুও লাভবান হচ্ছে মস্কো। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, রাশিয়ার মধ্য দিয়ে কাজাখস্তানের তেলের পাইপলাইন জার্মানিতে যাওয়ায় তেল বিক্রির বিপুল পরিমাণ অর্থ পাচ্ছে মস্কো।
রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জেরে গত বছরের ২৪ ফেব্রুয়ারির পর মস্কোর ওপর দেয়া হয় নানা নিষেধাজ্ঞা। জবাবে পশ্চিমাদের তেল সরবরাহ কমিয়ে দেয় রাশিয়া। পাল্টা পদক্ষেপ হিসেবে পশ্চিমা কয়েকটি দেশ মস্কোর কাছ থেকে তেল না নেয়ার সিদ্ধান্ত নেয়।
এতে রাশিয়া থেকে না কিনে মধ্য এশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ কাজাখস্তান থেকে তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। চলতি সপ্তাহেই দ্রুঝবা পাইপলাইন দিয়ে জার্মানিতে তেল পাঠিয়েছে কাজাখস্তান। তবে কাজাখস্তান থেকে জার্মানি তেল কিনলেও লাভবান হচ্ছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, কাজাখস্তান থেকে কেনা তেল যাচ্ছে পূর্ব জার্মানির একটি প্রধান তেল শোধনাগারে। এর আগে এ শোধনাগারে রাশিয়া থেকে আসা অপরিশোধিত তেল পরিশোধন করা হতো।
এরই মধ্যে কাজাখস্তান থেকে প্রায় দেড় লাখ ব্যারেল তেল পৌঁছেছে জার্মানিতে। কাজাখস্তান থেকে তেল নিয়ে রাশিয়ার ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করলেও জার্মানির এই কৌশল কাজে আসছে না বলে মনে করছেন বিশ্লেষকরা।
রাশিয়ার বন্ধু দেশ কাজাখস্তান চলতি বছর ১২ লাখ টন তেল দেবে জার্মানিকে। তাদের পাইপলাইন অপারেটর কাজট্রান্সঅয়েল এরই মধ্যে আগামী তিন মাসে ৩ লাখ টন তেল পাঠানোর জন্য রাশিয়ার সংস্থা ট্রন্সনেফট-এর অনুমোদন পেয়েছে।
এদিকে যে পাইপলাইনে কাজাখস্তান থেকে তেল জার্মানিতে যাবে, তা রাশিয়ার মধ্যে দিয়ে যাওয়ায় এখান থেকে তেল আনা হলে মস্কোও পাবে কিছু অংশ।
আর বার্লিন জানিয়েছে, রাশিয়ার কিছু তেলও জার্মানিতে এসে পৌঁছাবে। সেটা কোনো উপায়েই আটকানো যাবে না। তবে রাশিয়াকে তেল কেনার টাকা সরাসরি দেয়া হচ্ছে না বলে নিশ্চিত করেছে জার্মান অর্থ মন্ত্রণালয়।