নতুন টেক্সটাইল রাসায়নিক কারখানা নির্মাণ ও ব্যবসা পরিচালনার জন্য রাজধানীর গুলশানে নতুন অফিস উদ্বোধন করেছে জার্মানভিত্তিক কোম্পানি রুডলফ জিএমবিএইচ। কোম্পানিটি বাংলাদেশে টেক্সটাইল রাসায়নিক সরবরাহ করে থাকে।
বুধবার (১ মার্চ) গুলশান অ্যাভিনিউয়ের টাওয়ার অব আকাশে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ অফিস উদ্বোধন করা হয়। রুডলফ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ড. অলিভার কুস্টারলে এবং ব্যবস্থাপনা পরিচালক সৌমিত্র গাঙ্গুলী অফিসটি উদ্বোধন করেন।
এক বিজ্ঞপিতে কোম্পানিটি জানিয়েছে, রুডলফ জিএমবিএইচ টেক্সটাইল কেমিক্যাল উৎপাদনে এরইমধ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (বিএসইজেড) পাঁচ একর জমি বরাদ্দ পেয়েছে। রাসায়নিক কারখানার নির্মাণকাজ খুব শিগগির শুরু হবে।
রুডলফ বর্তমানে বাংলাদেশের টেক্সটাইল রাসায়নিক বাজারের প্রায় ২০ শতাংশ দখল করে শীর্ষ অবস্থানে রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রুডলফ সবসময় অনন্য উদ্ভাবন নিয়ে বাংলাদেশের বাজারে অগ্রদূত এবং গ্রাহকদের সবদিক থেকে তাদের আরও ভালোভাবে সমর্থন করার জন্য সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। নতুন অফিস গ্রাহকদের সর্বোত্তম সম্ভাব্য সমাধান দিয়ে সেবা চালিয়ে যাবে।
রুডলফ ১৯২২ সাল থেকে বিশ্ববাজারে সেবা দিয়ে আসছে। ১৯৯০ এর দশকের প্রথম দিকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।