ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   বস্তু হিসেবে রেকর্ড গড়ে টাইটানিকের দরজা, বেশি দামে বিক্রি হওয়ায়    নাটোরে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ৪ বন্ধু আটক    চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে আহত বাক্তির মৃত্যু    আর্জেন্টিনা ৭০ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত করতে যাচ্ছে    ৬০ কিমি বেগে রাতেই যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা    ফকিরহাটে ষাটোর্ধ্ব নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার    খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল    লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১৫,০০০/- টাকা জরিমানা    দুটো ছেলে মানুষ করা খুব শক্ত কাজ –কারিনা কাপুর    রাজধানীর খিলগাঁওয়ে অটোরিকশাচালকের অস্বাভাবিক মৃত্যু    কেন ধীর হয়ে আসছে পৃথিবীর ঘূর্ণন, সতর্ক করলেন বিজ্ঞানীরা    শুক্রবার প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা    ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসতে পারে শুক্রবার    ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের শামিল: পররাষ্ট্রমন্ত্রী    নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির ইফতার মাহফিল

চিনির বাজারের চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। চিঠি পেয়ে হিসাব কষছে এনবিআর। ফলে শিগগিরই চিনির ওপর আরোপিত শুল্ক কমানোর ঘোষণা আসতে পারে।

দেশের চিনির বাজার এখনও অস্থির। বাজারে প্যাকেটজাত চিনি নেই বললেই চলে। আবার যা-ও পাওয়া যাচ্ছে, তা-ও সরকার নির্ধারিত দামের চেয়ে চড়া দামে কিনতে হচ্ছে ভোক্তাদের।

তাই রমজানের আগে বাজারে চিনির দামের লাগাম টেনে ধরতে শুল্ক কমানোর সুপারিশ করে এনবিআরে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে চিঠি পেয়ে হিসাব কষছে এনবিআর। তাই ধারণা করা হচ্ছে, শিগগিরই চিনির শুল্ক কমানোর ঘোষণা আসবে।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক রাজস্ব কর্মকর্তা বলেন, চিনির শুল্ক কমানোর জন্য চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। বর্তমানে এ বিষয়ে কাজ চলছে। শিগগিরই হয়তো কোনো সিদ্ধান্ত আসবে।

তবে এতে সরকারের রাজস্ব আদায়ে প্রভাব পড়বে বলেও জানান তিনি।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানান, চিনির নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারে জন্য এনবিআরে চিঠি দেয়া হয়েছে। এনবিআর বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে।

এদিকে গত ১১ ডিসেম্বর আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় আট ধরনের পণ্য যেমন: ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুরের দাম সহনীয় পর্যায়ে রাখাসহ সরবরাহ নিশ্চিত করার জন্য পণ্যগুলো আমদানিতে নগদ মার্জিন হার সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।