শীত মৌসুমে পর্যটক বাড়ায় রাঙামাটির সব বিনোদনকেন্দ্র মুখর পর্যটকের পদচারণায়। সাপ্তাহিক ছুটির দিনে এই চাপ বেড়ে যায় আরও বহুগুণ। এতে ব্যবসা ভালো হচ্ছে বলে জানান পর্যটন ব্যবসায়ীরা।
হ্রদ, পাহাড় আর মেঘের মিতালি উপভোগ করতে পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণীয় রাঙামাটি। সাপ্তাহিক ছুটির দিনে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ভিড় করেন পর্যটকরা।
ভ্রমণপিপাসুরা যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে হ্রদের শান্ত নীল জলে নৌভ্রমণ করেন। কেউবা মাতেন কায়াকিংয়ে। পাশাপাশি স্থানীয় কোমর তাঁতে তৈরি বাহারি রঙের পোশাকের দোকানেও ভিড় জমাচ্ছেন পর্যটকরা। পর্যটক আসায় ব্যবসা ভালো হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।
তারা বলেন, পিক সিজন থাকায় এখন পর্যটক বেশি আসছেন। ব্যবসা ভালো চলছে। তবে কিছুদিন আগেও পর্যটক কম ছিল বলে জানান তারা।
এদিকে জেলার সব হোটেল-মোটেলেই পর্যটকের চাপ বেড়েছে বলে জানান বাংলাদেশ পর্যটন করপোরেশনের কর্মকর্তারা।
বাংলাদেশ পর্যটন করপোরেশন রাঙামাটি শাখার ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, পর্যটন স্পটগুলোতে পর্যটকের সমাগম বাড়ছে। এতে ব্যবসায়ীরা বেশ ভালো একটা সময় পার করছেন।
এ ছাড়া সাপ্তাহিক ছুটির দিনগুলোতে রাঙামাটি জেলায় প্রতিদিন ২০ হাজার পর্যটকের আগমন ঘটে বলে জানান সংশ্লিষ্টরা।