রাজ চক্রবর্তী :আমার স্ত্রীকে অন্ধের মতো সাপোর্ট করি

দশ বছর পর একসঙ্গে পর্দায় ফিরছেন দেব এবং শুভশ্রী গাঙ্গুলি। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘ধূমকেতু’ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়েছে টলিপাড়ায়। গত সোমবার (৪ আগস্ট) কলকাতার নজরুল মঞ্চে ছিল সিনেমার ট্রেলার লঞ্চ। ভক্তদের উন্মাদনায় দক্ষিণ কলকাতার সার্দান অ্যাভিনিউ পরিণত হয় জনসমুদ্রে।

মঞ্চে দেব-শুভশ্রীর খুনসুটি, একসঙ্গে তাদের নাচ সবই এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।
সোশ্যাল মিডিয়ায় চলছে ‘দেশু’ ঝড় (দেব ও শুভশ্রীর নামের সংক্ষিপ্ত রূপ)। তাদের ফের একসঙ্গে পর্দায় ফেরা যেমন চর্চায় এসেছে, তেমনই ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছে রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রকে ঘিরে মিমও

তবে দেব-শুভশ্রীর সাবেক সম্পর্ক নিয়ে বর্তমান সঙ্গীরা যে যথেষ্ট পেশাদার এবং উদার মনোভাবাপন্ন, তা ফুটে উঠছে নিজেদের বক্তব্যে।

সম্প্রতি গণমাধ্যমে রাজ চক্রবর্তী তার স্ত্রী শুভশ্রীর প্রতি তার সমর্থন এবং ভালোবাসার কথা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি সাপোর্ট করব না তো কে করবে? আমি সাপোর্ট না করার কে? সাপোর্ট আমাকে করতেই হবে। বাংলা যে কোনো ছবিকেই আমি সাপোর্ট করি। কারণ একটা সিনেমা বানাতে যে স্বপ্ন দেখতে হয়, এতটা পরিশ্রম করতে হয়, তার সঙ্গে অনেক স্টেক জড়িত থাকে।”

‘ধূমকেতু’ নিয়ে তিনি আরও বলেন, “এই ছবিটা কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রজেক্ট। উনি বারবার বলতেন—এই ছবিটা মুক্তি পাওয়া দরকার। আমি ছবিটা একটু অন্যভাবে বানিয়েছি। সঙ্গে রয়েছে দেব-শুভশ্রীর জুটি। এখন যেহেতু মানুষ আবার হলে গিয়ে সিনেমা দেখতে উৎসাহী হচ্ছেন, হতে পারে এই ছবিটাই আরও বড় কোনো পরিবর্তনের সূচনা করবে।”

শুভশ্রীর প্রতি নিজের ভালোবাসা ও সমর্থন প্রকাশ করে রাজ বলেন, “আমি আমার বউকে চোখ বন্ধ করে সাপোর্ট করি। অন্ধের মতো সাপোর্ট করি। ওকে এগিয়ে দিই। ভালোবাসি, এটা তো করতেই হবে। তাই এই ছবিটাকেও বেশি করে সাপোর্ট করব।”

উল্লেখ্য, ২০১৮ সালে রাজ ও শুভশ্রী বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান, ইউভান ও ইয়ালিনি। সোশ্যাল মিডিয়ায় তাদের পারিবারিক ভালোবাসা এবং একে অপরকে ‘মাম্মা’ বলে ডাকার অভ্যাস ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয়।

 

এনএএন টিভি