৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ মে (শুক্রবার) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)।
আজ রবিবার পিএসসির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পিএসসির সূত্র বলছে, এই বিসিএসের প্রশ্ন তৈরির কাজ বেশ কিছুদিন আগে শেষ হয়েছে। চলতি মাসে রোজার ও ঈদের ছুটির কারণে মার্চ ও এপ্রিলে এ পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। তাই আগামী মে মাসের এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। সে হিসেবে আগামী ১৯ মে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আয়োজনের দিন ধার্য করা হয়েছে। চলতি সপ্তাহে এ বিষয়ে ঘোষণা দিবে পিএসসি।
জানা গেছে, ৪৫তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী।
গত বছরের ৩০ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
১০ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।
প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে।
আরও পড়ুন :