টানা দুই আসরে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম অধিনায়ক হিসেবে শিরোপা জয়ের নজির গড়েছেন শাহিন শাহ আফ্রিদি।
শনিবার (১৮ মার্চ) লাহোরে নিজেদের ঘরের মাঠে মুলতান সুলতানসের বিপক্ষে
শ্বাসরুদ্ধকর ফাইনালে শাহিন আফ্রিদির ব্যাটে-বলের নৈপুণ্যে জয় পায় লাহোর কালান্দার্স।
এদিন ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান শাহিন আফ্রিদি।
১৫ বলে দুটি চার আর ৫টি ছক্কার সাহায্যে খেলেন ৪৪ রানের ঝড়ো ইনিংস।
তার অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে ৬ উইকেট হারিয়ে ২০০ রান করে লাহোর।
দলের হয়ে ৪০ বলে ৮টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৬৫ রান করেন আব্দুল্লাহ শফিক। ৩৪ বলে ৩৯ আর ১৮ বলে ৩০ রান করেন দুই ওপেনার ফখর জামান ও মিরাজ বেগ।
টার্গেট তাড়া করতে নেমে ১০.৩ ওভারে এক উইকেটে হারিয়ে ১০৫ রান করে মুলতান।
এরপর ৬১ রানের ব্যবধানে ৬ উইকেট হারালেও দলের জয়ের স্বপ্ন জিইয়ে রাখেন খুশদিল শাহ ও আব্দাস আফ্রিদি।
জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ৪ রান। জামান খানের বলে খুশদিল ২ রান কমপ্লিট করে রান আউট হলে জয়ের উল্লাশে মাতে লাহোর কালান্দার্স।
শ্বাসরুদ্ধকর ম্যাচে মাত্র ১ রানের জয়ে শিরোপা নিশ্চিত করে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর।
পিএসএলে একমাত্র অধিনায়ক হিসেবে টানা দুই আসরে শিরোপা জিতেছেন এই পেসার।
গতবারের ফাইনালেও মুলতানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লাহোর।
২০২২ সালে প্রথম নেতৃত্ব পেয়েই লাহোরকে শিরোপা এনে দিয়েছিলেন আফ্রিদি।
আর রিজওয়ানের নেতৃত্বে টানা দুই ফাইনালে হারল মুলতান। এর আগে ২০২১ সালে অবশ্য চ্যাম্পিয়ন হয়েছিল রিজওয়ানের মুলতান।
সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৫ বলে ৫ ছক্কা আর ২ চারে অপরাজিত ৪৪ রান আর বল হাতে ৪ ওভারে ৫১ রানে ৪ উইকেট শিকার করে ফাইনালে ম্যাচসেরা হন শাহিন আফ্রিদি।
One Reply to “টানা দুই আসরে পিএসএলে শিরোপা জয়ের রেকর্ড শাহিনের”
Comments are closed.