ঢাকা, বাংলাদেশ | শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   মাসদাইরে বহুতল ভবনে দুর্ধর্ষ চুরি    মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের শোষণের অভিযোগ জাতিসংঘের    তীব্র তাপপ্রবাহ: প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ    এবার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৭ বস্তা টাকা, চলছে গণনা    মৌসুমের সর্বোচ্চ ৪১.৫ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা    রাজশাহী জুড়ে হিট অ্যালার্ট জারি    রাতে দেশের বিভিন্ন স্থানে তীব্র ঝড়ের আশঙ্কা    এই গরমে ঘরেই তৈরি করে ফেলুন চকবার আইসক্রিম    নতুন কাপড় পরিধানের দোয়া    ভোট দিতে পারছেন না একঝাঁক শিল্পী    বৈসু ও নববর্ষ উপলক্ষে আলোচনা সভায় সদস্য খোকনেশ্বর ত্রিপুরা    চুয়াডাঙ্গায় আজ সকাল ৯ টায় ৩৩ ডিগ্রী দুপুর ১২ টায় ৪০ ডিগ্রী    শনিবারে নারায়ণগঞ্জের কিছু এলাকায় ২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে    বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল ইরান    ভারতের লোকসভা নির্বাচন শুরু আজ

পর্তুগালের সাবেক কোচ ফার্নান্দো সান্তোসকে নিয়োগ দিল পোল্যান্ড। সান্তোস নিজেই পোল্যান্ডের কোচ হওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।

মঙ্গলবার পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে সান্তোস বলেন, ‘আজ থেকে আমি পোলিশ। এখানকার কোচ হিসেবে কাজ করার দায়িত্ব পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

সান্তোসকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে পোলিশ ফুটবল ফেডারেশনের প্রধান সিজারি কুলেসজা বলেছেন, ‘পছন্দের বিষয়টি কঠিন ছিল, কিন্তু আমরা সেরা কোচকেই বেছে নিয়েছি। এ মুহূর্তে আমাদের মূল লক্ষ্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব পার করা। আগামী বছর জার্মানিতে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।’

গত মাসে কাতার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচ থেকে পোল্যান্ডের বিদায়ের পর চাকরি হারান মিশিনিউইজ। তার স্থলাভিষিক্ত হলেন ৬৮ বছর বয়সী সান্তোস।

২০১৪ সালের সেপ্টেম্বরে পর্তুগালের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সান্তোস। তার অধীনে ইউরো ২০১৬ জয় করে পর্তুগাল। ২০১৯ সালে জয় করে নেশন্স লিগ।

কিন্তু কাতারে সবশেষ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। দলের এমন পারফরম্যান্সের পর কোচের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান সান্তোস।


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।