রোহিত শর্মার নতুন গাড়ির নম্বরপ্লেট কেন ৩০১৫

গাড়ির ব্যাপারে বেশ সৌখিন ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা। সম্প্রতি নিজের গ্যারাজে যোগ করেছেন ঝকঝকে নতুন এক ল্যাম্বরগিনি উরুস এসই। রং? ঝলমলে কমলা। তবে গাড়ির মডেল বা দাম নয়, আলোচনায় চলছে এর বিশেষ নম্বরপ্লেট নিয়ে। ‘৩০১৫ ’—নম্বরপ্লেটে এই সংখ্যার রহস্য কী?

রোহিতের গ্যারাজে তো আগে থেকেই বিলাসবহুল বেশ কিছু গাড়ি—বিএমডব্লিউ, মার্সিডিজ, আরেকটি নীল ল্যাম্বরগিনি উরুসও ছিল। এ বছরের শুরুর দিকে রোহিত সেই নীল উরুস (যেটার নম্বরপ্লেট ছিল ‘২৬৪ ’) দিয়ে দিয়েছেন এক ড্রিম-ইলেভেন প্রতিযোগিতার বিজয়ীকে। ‘২৬৪’ সংখ্যা কিন্তু এমনি এমনি নয়—২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে করা তাঁর বিশ্বরেকর্ড ২৬৪ রানের ইনিংসের স্মৃতি।

লাল টকটকে উরুসের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই এর রং কিংবা ডিজাইন ছাপিয়ে সবার আলোচনায় ৩০১৫! নিরন্তর চর্চা চলেছে। যদিও পর্দাফাঁস করতে বেশি সময় লাগেনি। অনুরাগীরা খানিক বাদেই ধরে ফেলেন আসল রহস্য! সংখ্যাটি আসলে রোহিতের দুই সন্তানের জন্মদিনের মিলিত রূপ। ‘৩০’ এসেছে কন্যা সমাইরার জন্মতারিখ থেকে (৩০ ডিসেম্বর)। আর ‘১৫’-র নেপথ্যে ছেলে অহানের জন্মদিন (১৫ নভেম্বর)। দুটি সংখ্যাকে যোগ করলে দাঁড়ায় ৪৫—রোহিতের ওয়ান ডে জার্সি সংখ্যা! এর আগে তাঁর উরুস গাড়ির নম্বর ছিল ২৬৪। ওয়ান ডে ক্রিকেটে রোহিতের ব্যক্তিগত সর্বোচ্চ রান।

খোঁজ নিয়ে জানা গেল, নয়া গাড়ির দামও নজরকাড়া। উরুস এসইয়ের এক্স–শোরুম মূল্য এই মুহূর্তে প্রায় ৪.৫৭ কোটি টাকা। কাগজে-কলমে ক্ষমতা ৮০০ হর্সপাওয়ার, ৯৫০ নিউটন-মিটার টর্ক। ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতিতে পৌঁছতে সময় লাগে মাত্র ৩.৪ সেকেন্ড।

ব্যাট হাতে রোহিতের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল আইপিএলে, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে নামেননি। ধারণা করা হচ্ছে, চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁকে দেখা যাবে। অনেকের ভবিষ্যদ্বাণী: সেটিই হতে পারে তাঁর শেষ আন্তর্জাতিক সিরিজ!

ভারতীয় ক্রিকেট বোর্ড মনে করছে এখনই রোহিত শর্মা ও বিরাট কোহলির ওয়ান ডে ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার তাড়া নেই। বাংলাদেশের বিরুদ্ধে অগস্টে নির্ধারিত সিরিজ বাতিল হওয়ায় টিম ইন্ডিয়ার পরবর্তী ওয়ান ডে সিরিজ অক্টোবরে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। চলবে ১৯ থেকে ২৫ অক্টোবর। তারপর রো-কো জুটিকে একদিনের ক্রিকেটে দেখা যাবে কি না, তা এখনই বলা যাচ্ছে না!

আপাতত প্রশ্ন একটাই— ২০২৭ সালের অক্টোবরের ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত, যখন রোহিতের বয়স হবে ৪০ এবং কোহলির ৩৯, তাঁরা কি ফিটনেস ও ফর্ম ধরে রাখতে পারবেন? সওয়ালের জবাব তারকা জুটিকে দিতে হবে খেলার ময়দানে। ঘরোয়া ক্রিকেটে।

এনএএন টিভি