আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ বলছে, সাধারণত মার্চের শেষ সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে দাবদাহ শুরু হয়ে থাকে।
এই দাবদাহ এপ্রিলে গিয়ে বাড়ে আর কালবৈশাখী শুরু হয় মার্চের মাঝামাঝি সময়ে।
কিন্তু এবার দাবদাহ আগে শুরু হতে দেখা গেলো। এখন এক দিকে যেমন আকাশে মেঘ কম থাকছে, অন্যদিকে সূর্যের তাপ প্রখর থেকে প্রখর হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, প্রাথমিকভাবে দেশের উত্তরাঞ্চলে কালবৈশাখী শুরু হতে পারে।
পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় হানা দিতে পারে কালবৈশাখী।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ড ও রাঙামাটিতে, ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
সাধারণত কোনো এলাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে সেখানে দাবদাহ শুরু হয়েছে বলে ধরা হয়।
চলতি মাসে দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে একাধিক দাবদাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
One Reply to “ফাল্গুনেই দাবদাহ; ১৫-১৮ মার্চ এর মধ্যে কালবৈশাখী’র সম্ভাবনা”
Comments are closed.