এআইইউবি বিজনেস ক্লাব’র (এবিসি) উদ্যোগে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইউবি) ক্যাম্পাসে ৪৮টি বিভিন্ন কলেজের ৪০০ এর অধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এবিসি কেস স্টর্ম ২০২৩ এর ৩য় সিজন অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি এবিসি কেস স্টর্ম ২০২৩ এর ৩য় সিজনের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফাইনালে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের “টিম হার্মিস অ্যাপোস্টেল” দল এবিসি কেস স্টর্ম ২০২৩-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের “টিম ইএসএস বিজনেস মাইসট্রোস” এবং নটর ডেম কলেজের “টিম ৬৩ বুলেটস” প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হয়। এই আন্তঃ কলেজ কেস প্রতিযোগিতায় তরুন শিক্ষার্থীরা তাদের মেধা প্রয়োগের মাধ্যেমে ব্যবসায়িক সংকট মোকাবেলায় বিচক্ষনতা এবং সমালোচনামূলক পরিস্থিতি উত্তোরনের বিষয় সর্ম্পকে বাস্তব জ্ঞান লাভ করেছে।