গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মো. আলমগীর হোসেন (৪২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে পৌরসভার টিসি সড়কে পাউবোর জায়গায় পৌর শিশুপার্কের পাশে সুপারি বাগানে তার লাশ পাওয়া যায়।
নিহত আলমগীর হোসেন ওই গ্রামের ভ্যানচালক মো. শাহজাহানের ছেলে। তার বাড়ী পৌরসভার মধুপুর গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ হোসেন জানান, বাড়ীঘর না থাকায় টিসি সড়কের ভাড়া বাসায় গত ৩০ বছর ধরে মা-বাবার সঙ্গে বসবাস করতেন আলমগীর। স্ত্রী ও ৩ মেয়ে ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। আলমগীর ভ্রাম্যমাণ কসাই এবং মাদকসেবিও ছিলেন। শুক্রবার রাতে পরিবারের সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান আলমগীর। শনিবার সকালে একটি গাছের ডালের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। বাড়ি ২’শ ফুট দূরুত্বে ঘটনাস্থল।
রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, শনিবার সকালে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেন। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
আরও পড়ুন :
- বন্দরে পোড়া তেলের ব্যবসা নিয়ন্ত্রণে নিতে যুবককে হত্যা
- তেজগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
- পাঁচটি জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- চকরিয়ায় বন বাগান দখলকারীদের গ্রেফতার
- সাজাপ্রাপ্ত আসামি একযুগ পর আটক
- স্বর্ণের প্রলেপ দেওয়া আইসক্রিম বিশ্বের সবচেয়ে দামি ব্যাকুয়া
- বড় ভাইকে হত্যায় যাবজ্জীবন