বাংলাদেশ যুব ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে সরকারি ৩ লাখ ৫৮ হাজার শূন্য পদে চাকরিতে নিয়োগের দাবিতে
গতকাল ১৭মার্চ (শুক্রবার) বিকাল ৩টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি রাশেদুল ইসলাম মঞ্জু।
এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, কেন্দ্রীয় কমিটির সদস্য সোহেল ফকির, কেন্দ্রীয় কমিটির সদস্য শিশির চক্রবর্তী,
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সভাপতি জাকির হোসেন,
যুব ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক রণবীর দাস ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সজীব শরীফ প্রমূখ।
সভায় বক্তারা সরকারি চাকরির ৩ লাখ ৫৮ হাজার শুন্য পদে দ্রুত নিয়োগ, বেসরকারি চাকরির নিরাপত্তা আইন প্রণয়ন ও সকল নিয়োগ পরীক্ষা বিভাগীয় শহরে অনুষ্ঠিত করার দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন,
“মানুষ কর্মহীন হয়ে আছে। কর্মহীণ যুবদের কর্মসংস্থান নিশ্চিত করার বদলে লুটপাটে মেতে উঠেছে সরকার।
এই সরকার দেশকে ব্যবসা প্রতিষ্ঠান ও জনগণকে কাস্টমার মনে করে।
সরকার শূন্য পদে নিয়োগ না দিয়ে আউটসোর্সিং এর নামে বেকারদের সাথে তামাশা দেখতে চাই না কর্মসংস্থান চাই।
২০০৮ সালের নির্বাচনে ইশতেহারে আওয়ামী লীগ বলেছিল প্রতি ঘরে ঘরে চাকরি দেওয়া হবে কিন্তু আজ আমরা দেখি বাংলার প্রতি ঘরে ঘরে একজন করে বেকার সৃষ্টি হয়েছে।
এত বিপুল সংখ্যক যুবদের বেকার রেখে সরকার যে উন্নয়নের বুলি শোনান তা মূলত বেকার যুবদের সাথে মস্করা করা।
বক্তারা দেশের বেকারদের জন্য দ্রুত কর্মসংস্থান নিশ্চিতের দাবি জানান।”
বিমল কান্তি দাস