ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   কুড়িগ্রামে লাইজু কিডস ফুটবল একাডেমীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।     পয়েলা বৈশাখে ওড়ানো যাবে না ফানুস    ইসলামী শিক্ষা সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল করলো মানব কল্যাণ পরিষদ    ৫ কেজি ওজনের তরমুজ ১০০ টাকায় মিলছে!    রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তের আগুন    চিকেন বারবিকিউ তৈরি করবেন যেভাবে    ফিরে পেলেন ১১ বছর আগে হারানো সন্তান, ওমরাহ পালনে গিয়ে    অন্তঃসত্ত্বা প্রসঙ্গে মুখ খুললেন পরিণীতি    ২৩৮ বার হেরেও ফের নির্বাচনে লড়বেন তিনি    জন্মের পরেই এত বড়লোক রাহা! ২৫০ কোটি রুপির বাংলো উপহার দেবেন আলিয়া-রণবীর    ব্যবহৃত অলংকারের জাকাত দিতে হবে কি?    ১৩.৬৪ সেকেন্ডে ১ লিটার লেবুর শরবত খেলেন ডেভিড    জুমার দিন দরুদ পড়ার ফজিলত    আবারও সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত ৩৬    আবারও অধিনায়ক হিসেবে বাবরকে বেছে নিল পিসিবি

স্থানীয় সরকার বিভাগ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের একটি করে প্রকল্পের মেয়াদ এবং ব্যয় বাড়িয়েছে সরকার। এতে দুটি প্রকল্পের ব্যয় ২২ কোটি টাকা বেড়েছে।

বুধবার (২৪ মে) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভাশেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীন ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রকল্পের প্যাকেজ নম্বর ০৩.৫-এর আওতায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োজিত দোহা,

স্টাপ, দেভ কন, ডিডিসি এবং আইডব্লিউএম-এর মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর জন্য ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১২ কোটি ৮৬ লাখ ৪৬ হাজার ৪২৫ টাকা ব্যয় বাড়ানোর ক্রয়প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

অতিরিক্ত সচিব বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রস্তাবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের

‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানিসম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা-(দ্বিতীয় পর্যায়)’

প্রকল্পে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োজিত নেদারল্যান্ডসের হাসকনিং ডিএইচভি বিভি এবং

বাংলাদেশের দেব কনসালট্যান্টের মেয়াদ চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

এতে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৯ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ৮৭৫ টাকা ব্যয় বাড়ানোর ক্রয়প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এ ছাড়া ভূমি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভূমি রেকর্ড ও জরিপের আওতায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতির

এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার ইউএস ডলার ব্যয়ের অনুমোদন দেয়া হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।