নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জ অঞ্চলে শনিবার ৬ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।
বিএনও নিউজ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এটি কেরমাডেক দ্বীপপুঞ্জের বৃহত্তম রাউল দ্বীপের প্রায় ৭৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বা অকল্যান্ডের ৯৯৫ কিলোমিটার উত্তর-পূর্বে কেন্দ্রীভূত ছিল।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ১৫২ কিলোমিটার গভীরতায় ছিল।
এদিকে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এর আগে ভূমিকম্পটি ৬ দশমিক ৬ মাত্রার বলে অনুমান করেছিল। তারা এর গভীরতা ১৮৩ কিলোমিটার বলে জানিয়েছিল।
ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে মার্কিন সুনামি সতর্কতা কর্তৃপক্ষ।
নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জ এবং সামগ্রিকভাবে এর আশেপাশের অঞ্চল তথাকথিত প্যাসিফিক রিং অব ফায়ারের অংশ। এটি প্রশান্ত মহাসাগরীয় বেসিনকে ঘিরে ফল্ট লাইনের একটি চাপ, যা বড় ধরনের ভূমিকম্প প্রবণ। এই অঞ্চলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতও ঘটে।
২০১৯ সালের জুনে কেরমাডেক দ্বীপপুঞ্জের কাছে প্রশান্ত মহাসাগরে একটি শক্তিশালী ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে রাউল দ্বীপে একটি ছোট সুনামি দেখা গিয়েছিল।
সূত্র : রয়টার্স, বিএনও নিউজ
One Reply to “৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল নিউজিল্যান্ড”
Comments are closed.