ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   চাঁদখালীতে হেঁটে পার হলেও দিতে হচ্ছে টোলের টাকা    পাইকগাছায় পরোয়ানারভুক্ত ৪ আসামী গ্রেফতার    প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ৭ দিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার ষ্টল পরির্দশন    গত দুইদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড     চিত্রনায়িকা পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি    নওগাঁর নিয়ামতপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন    এমপি-মন্ত্রীদের সন্তান ও আত্মীয়রা প্রার্থী হতে পারবেন না    আফ্রিদির সাথে বিবাদের বিষয়টি অস্বীকার করলেন বাবর    ভোজ্যতেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত: বাণিজ্য প্রতিমন্ত্রী    সাতক্ষীরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী’র উদ্বোধন    পলাশবাড়ীতে ছুরিকাঘাতে যুবক খুন    লক্ষ্মীপুরে গৃহবধূকে হত্যা মামলার ৭ আসামি গ্রেফতার    আর্সেনালকে হারিয়ে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ    ২১ এপ্রিল দেখা যাবে এই ধূমকেতু বাংলাদেশ থেকেও    ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

নরসিংদী প্রতিনিধি বশির মোল্লা : চাল, ডাল, তেল, গ্যাসসহ বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্য ন্যাপ নরসিংদী জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে নরসিংদী প্রেস ক্লাবের সম্মুখে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। জেলা ঐক্যন্যাপের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐক্য ন্যাপের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন, নরসিংদী জেলা শাখার সভাপতি সাংবাদিক নিবারণ রায়, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সরকার, জেলা বাসদ এর আহবায়ক এডভোকেট মোবারক হোসেন, ঐক্য ন্যাপের কেন্দ্রীয় নেতা কালীপদ দাস, শিক্ষক নেতা সুভাষ দত্ত, দলিত বঞ্চিত জনগোষ্ঠী নরসিংদীর সভাপতি হৃদয় দাম, আশুতোষ দাস, কৃষক নেতা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা সুপদ সাহা, সামাজিক আন্দোলনের নেতা শিক্ষক আমজাদ হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ। বক্তারা দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে জনজীবনের যে দুর্ভোগ নেমে এসেছে সে জন্য ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে প্রধান অতিথি দুঃখ প্রকাশ করে বলেন, ব্যবসায়ী সিন্ডিকেট, অথ পাচারকারী, ঋণ খেলাপীদের ও দুর্নীতিবাজদের রুখতে সরকার ব্যর্থ হয়েছে। জঙ্গিবাদ মাথাছাড়া দিয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।