২০৪১ সালে বদলে যাওয়া প্রযুক্তি কেমন হবে, তা তুলে ধরতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপো’।
আগামী ৯ জুন প্রযুক্তি ক্ষেত্রের অন্যতম বৃহৎ এই এক্সপো আয়োজন করবে জেসিআই বাংলাদেশ।
দুদিনব্যাপী এই আয়োজনে অংশ নিচ্ছে ৫০টি প্রযুক্তি প্রতিষ্ঠান।
রোববার (৭ মে) আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়,
দুদিনব্যাপী এই আয়োজনে অংশ নিচ্ছে ৫০টি প্রযুক্তি প্রতিষ্ঠান।
একবিংশ শতাব্দীতে গবেষণা থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, কৃষি, চিকিৎসা;
মহাকাশ থেকে মহাসমুদ্র- সব ক্ষেত্রেই লেগেছে প্রযুক্তির ছোঁয়া।
বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি ক্ষেত্রে পিছিয়ে থাকতে চায় না বাংলাদেশও।
২০৪১ সাল সামনে রেখে প্রযুক্তি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে নেয়া হয়েছে নানা উদ্যোগ।
ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ কেমন হবে তা তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে আগামী জুনে রাজধানীতে শুরু হচ্ছে ‘স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপো’।
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে দুদিনব্যাপী এই সামিটে থাকছে এআই প্রযুক্তির নানা ব্যবহার।
কৃষি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের ভবিষ্যৎ প্রযুক্তির প্রদর্শনী।
প্রযুক্তি ক্ষেত্রে এমন ব্যতিক্রম আয়োজন দেশে স্টার্টআপ সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকারের এটুআই এর প্রকল্প পরিচালক ড. দেওয়ান হুমায়ুন কবীর।
তিনি বলেন, সরকারের সহযোগিতায় বর্তমানে প্রায় আড়াই হাজার স্টার্টআপ বাংলাদেশে অনুকূল পরিবেশে কাজ করছে।
যেখানে ৭০০ মিলিয়ন বিনিয়োগ হয়েছে। এটা বড় সফলতা।
দুদিনব্যাপী ওই আয়োজনে প্রদর্শনীর পাশাপাশি প্রযুক্তিখাতের সেরা ১০ তরুণ উদ্যোক্তাকে পুরস্কৃত করা হবে।
আরও পড়ুন :
One Reply to “‘স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপো’ অনুষ্ঠিত হতে যাচ্ছে”
Comments are closed.