ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   কুড়িগ্রামে লাইজু কিডস ফুটবল একাডেমীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।     পয়েলা বৈশাখে ওড়ানো যাবে না ফানুস    ইসলামী শিক্ষা সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল করলো মানব কল্যাণ পরিষদ    ৫ কেজি ওজনের তরমুজ ১০০ টাকায় মিলছে!    রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তের আগুন    চিকেন বারবিকিউ তৈরি করবেন যেভাবে    ফিরে পেলেন ১১ বছর আগে হারানো সন্তান, ওমরাহ পালনে গিয়ে    অন্তঃসত্ত্বা প্রসঙ্গে মুখ খুললেন পরিণীতি    ২৩৮ বার হেরেও ফের নির্বাচনে লড়বেন তিনি    জন্মের পরেই এত বড়লোক রাহা! ২৫০ কোটি রুপির বাংলো উপহার দেবেন আলিয়া-রণবীর    ব্যবহৃত অলংকারের জাকাত দিতে হবে কি?    ১৩.৬৪ সেকেন্ডে ১ লিটার লেবুর শরবত খেলেন ডেভিড    জুমার দিন দরুদ পড়ার ফজিলত    আবারও সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত ৩৬    আবারও অধিনায়ক হিসেবে বাবরকে বেছে নিল পিসিবি

বিশ্বের সবচেয়ে বিষাক্ত জেলিফিশ প্রজাতির এই প্রাণীর খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। সাধারণ জেলিফিশের চেয়ে এরা অনেকটাই আলাদা।

চারটা পাঁচটা হলেও কথা ছিল, একবারে ২৪টা চোখ। শিকারকে কব্জায় আনতে বড় বড় চোখ মেলে শরীরের শুঁড়গুলো বাগিয়ে ধরে তারা।

জোর করে এদের ধরতে গেলে বিষের জ্বালায় কাতরাতে হবে।

লাইভ সাইন্সকে উদ্ধৃত করে ডেইলি মিরর এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, হংকংয়ের মাই পো নেচার রিজার্ভ এই জেলিফিশের নাম দিয়েছে ট্রাইপেডালিয়া মায়পোয়েনসিস।

স্থানীয় ভাষায় যার নাম বক্স জেলিফিশ। এদের ২৪টা চোখ। অসংখ্য শুঁড়। একটি পুকুরে এই জেলিফিশের খোঁজ মিলেছিল।

বিজ্ঞানীরা বলছেন, ওই পুকুরে প্রচুর মাছ চাষ হয়। জালে ওই জেলিফিশও ধরা পড়ে।

সেটিকে দেখে অন্যরকম লাগে জেলেদের। সেখান থেকে ওই জেলিফিশ সংগ্রহ করেন হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

বিজ্ঞানীরা জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে বিষাক্ত এই জেলিফিশের ২৪টি চোখ চারটি ভাগে ভাগ করা রয়েছে। এক একটি ভাগে রয়েছে ছয়টি চোখ।

একটি ভাগের ছয়টি চোখের মধ্যে দুটিতে রয়েছে লেন্স। বাকি চারটি আলোক সংবেদী।

অন্য জেলিফিশের তুলনায় এই বক্স জেলিফিশ অনেক দ্রুত সাঁতার কাটে। পুকুরে এরা ছোট মাছ, চিংড়ি ধরে খায়।

বিজ্ঞানীরা গবেষণায় দেখতে পেয়েছেন, চিংড়িকে বৈদ্যুতিক শক দিতে পারে এই জেলিফিশ।

তবে মানুষের সংস্পর্শে এলে কতটা ক্ষতি করতে পারে তা এখনো জানা যায়নি।

বিজ্ঞানীরা বলছেন, মানুষের শরীরের জন্য খুবই বিষাক্ত হতে পারে এই জেলিফিশ। সংস্পর্শে এলে ঘা কিংবা হতে পারে সংক্রমণ।

 

আরও পড়ুন: 

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।