নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের হাতকুণ্ডলী গুচ্ছগ্রামে বুদ্ধিপ্রতিবন্ধী ১২ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ওই গ্রামের কাজল মিয়ার ছেলে মিনহাজ মিয়ার (১৯) বিরুদ্ধে রোববার নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
অভিযোগে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার হাতকুণ্ডলী গুচ্ছগ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী ওই শিশুটিকে মিনহাজ মিয়া বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করত।
শুক্রবার শিশুটিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে মিনহাজ মিয়া। পরে শিশুটি বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায়।
এরপর গ্রামের কয়েকজন মাতবর বিষয়টি মীমাংসার কথা বলে সময়ক্ষেপণ করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
এ ঘটনায় রোববার শিশুটির বাবা বাদী হয়ে মিনহাজ মিয়ার বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন।
পুলিশ বুদ্ধিপ্রতিবন্ধী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানান, শিশুটির বাবা ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।