`খেলা শেষে যখন দেখি তুমি গেছো হেরে, তখন যেনো বিজয় আমার বিনয় হয়ে ফের’ এই প্রতিপাদ্যকে ধারণ করে নরসিংদীর রায়পুরা উপজেলার সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ৬১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৪ মার্চ) সকাল থেকেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর শিক্ষার্থীদের বর্নিল সাজের মধ্য দিয়ে দিন ব্যাপী বিদ্যালয়ের মাঠে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আগত অতিথিদের মুগ্ধ করে তোলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর আগে সকালে পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়৷ পরে অতিথিদের নিয়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়৷ এরপরই বিদ্যালয়ের শিক্ষার্থী ক্রীড়াবীদদের শপথ পাঠ করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও দাতা সদস্য এবিএম সেলিমোজ্জামান শাহরিয়ার এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সি: শিক্ষক জয়নুল আবেদীন মাষ্টার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজুএমপি।
অনুষ্ঠান শুভ উদ্ধোধন করেন ৩ নং সেক্টর কমান্ডার এ এন এম নুরুজ্জামান (বীরউত্তম) স্মৃতি সংসদ সভাপতি ও অতিরিক্ত সচিব বীরমুক্তিযোদ্ধা মনিরুজ্জামান নিসার। এসময় তিনি অত্র প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য একটি আধুনিক ভবন নির্মান করে দেওয়ার কথা বলেন। এবং রক্ত ঝড়া মাস মার্চের ইতিহাস এর উপর শিক্ষার্থীদের জ্ঞাতার্থে আলোকপাত করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, রায়পুরা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, জনতা ব্যাংক লি: সাবেক জিএম সালেকুজ্জামান, সবুজ ছায়া কিন্ডারগার্টেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর নূরুজ্জামান (অব:), পাড়াতলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফেরদৌস কামাল জুয়েল, অলিপুরা ইউপি চেয়ারম্যান আলহাজ আল আমিন ভুইয়া মাসুদ,শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, মরজাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আতাউর রহমান, সায়দাবাদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কামরুজ্জামান,রায়পুরা সরকারি কলেজ ক্রীড়া শিক্ষক (অব:) আবু হানিফ জাকারিয়া, ব্র্যাকের লীড রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট নজরুল ইসলাম,মরজাল ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মিষ্টার,বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মোয়াজ্জেম হোসেন, সমাজ সেবক ফরিদ উদ্দিন,উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি হাজী শাহ আলম,শ্রীনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মোতালিব ও সেক্রেটারী ফিরোজ মিয়া, সায়দাবাদ উচ্চ বিদ্যালয় সি:শিক্ষক মনিরুজ্জামান মনির ও সি: শিক্ষক পারভিন আক্তার সহ স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি: