নরসিংদীর রায়পুরায় অনুপযোগী কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আক্তার হোসেন নামের একজনকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (০৮ মার্চ) বিকালে নরসিংদীর রায়পুরার চাঁনপুর ইউনিয়নের কালিকাপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শফিকুল ইসলাম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় মোবাইল কোর্টে সহযোগীতা করেন রায়পুরা থানার পুলিশ।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের বলেন, বালু মহল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ৪(খ) এর অপরাধে ১৫ এর ১ ধারায় চাঁণপুর ইউনিয়নের কালিকাপুর এলাকার মোহাব্বত আলীর ছেলে আক্তার হোসেন নামের একজনকে এক লক্ষ টাকা অর্থদ- করা হয়েছে।
বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:
One Reply to “কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা অর্থদ”
Comments are closed.