নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ( নাসিক ) ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের প্রথম স্ত্রী সাদিয়া নিঝুর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (৫ই মার্চ) দুপুরে শহরের চাষাঢ়া রেললাইন থেকে নিঝুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে এ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শাহজালাল বাদল সেভেন মার্ডারের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের ভাতিজা। এর আগে নিঝু সংবাদ সম্মেলন করে তার স্বামী শাহ জালাল বাদলের বিরুদ্ধে নানা অভিযোগ করেছিলেন।
তবে পরিবারের দাবি, ছাদে হাঁটতে গিয়ে সেখান থেকে হয়তো মাথা ঘুরে পড়ে গিয়ে অথবা কোনোভাবে কিছু একটা হয়ে মারা গেছেন।
নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরহাদ জানান, ময়নাতদন্তের পর বোঝা যাবে ঠিক কি কারণে তিনি মারা গেলেন।
এদিকে, এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে স্থানীয়দের দাবি, নিঝু তার স্বামী শাহজালাল বাদলের দ্বিতীয় বিয়ের পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
নিহতের মা ডালিয়া হায়দার জানান, সকালেও আমার সঙ্গে সে বেশ কিছুক্ষণ কথা বলল। বললাম শসা খাও, পেপে খাও, বলে এগুলো খেলে মোটা হয়ে যাবে। আমরা একসঙ্গেই ছিলাম। পরে আমি নিচে গেলাম, ও বলল ছাদে একটু হাঁটতে যাবে। এর কিছুক্ষণ পর ছাদের কিনারে যাওয়ার পরেই সে হয়তো পড়ে যায়। গতকালও ও আমাকে বলেছিল, “আম্মু আমি ছাদ থেকে পড়ে যেতে নিয়েছিলাম।”
তার মায়ের দাবি, পারিবারিকভাবে কোনো ঝগড়া বা কোনোকিছু হয়নি। ওর হাই প্রেসার, হাই ডায়বেটিস ছিল, এখন কি হয়েছে বলতে পারছি না।
এ ব্যাপারে কাউন্সিলর শাহজালাল বাদল বলেন, আমি আমার অফিসে (নাসিক ৩ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকায়) কাজ করছিলাম। তখনই আমার শ্বাশুড়ির ফোন আসে। উনি বললেন- তুমি তাড়াতাড়ি আসো, নিঝু ছাদ থেকে পড়ে গেছে। ওর সঙ্গে কোনো পারিবারিক কলহ ছিল না। এই চার পাঁচদিন আগেও ও আমার সঙ্গেই ছিল। আমার ছেলে এখানে ক্যামব্রিয়ান স্কুলে পড়ে, তাই ও এখানেই বেশি থাকে।
প্রসঙ্গত, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি নিঝু নিজ বাড়িতে সাংবাদিকদের ডেকে নানা বিষয়ে সংবাদ সম্মেলন করে তার স্বামী শাহ জালাল বাদলের বিরুদ্ধে তাদের বৈবাহিক বিচ্ছেদের পরেও নিঝুর কোনো প্রকার ভরণ পোষণ না নেয়াসহ নানা বিষয়ে অভিযোগ করেছিলেন।
তবে কাউন্সিলর শাহজালাল বাদল সাংবাদিকদের জানান, নিঝু নেশাগ্রস্ত। তাকে তার সুস্থতায় রিহ্যাব সেন্টারে পাঠানো হবে। তার বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে।
One Reply to “নাসিক কাউন্সিলর বাদলের সহধর্মীনির রহস্যজনক মৃত্যু”
Comments are closed.