বগুড়ার শেরপুরে মোটরসাইকেলের সঙ্গে বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আরও এক এসএসসি পরীক্ষার্থীসহ দুজন আহত হয়েছে।
শনিবার (২৭ মে) বিষয়টির নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন,
‘আহত কিশোরদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আর মোটরসাইকেলটি থানায় পুলিশের হেফাজতে আছে।’
এর আগে, শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার শেরপুর-কাজীপুর আঞ্চলিক সড়কের শুভগাছা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর বগুড়া শাজাহানপুর উপজেলার বামুনিয়া বার আনজুল গ্রামের মো. শামীমের ছেলে।
আর আহত দুজন হলো—শাহাজাহানপুর উপজেলার বামুনিয়া খিয়ারপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে সানোয়ার হোসেন (১৭) ও শেরপুর উপজেলার বেড়েরবাড়ি গ্রামের আবু মুসার ছেলে হযরত আলী (১৫)।
আহত সানোয়ারের নানা মো. মানিক বলেন,
‘তানভীর ও সানোয়ার দুই বন্ধু। তারা দুজনই শাজাহানপুর আড়িয়া উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।
গতকাল বিকেলে তারা শেরপুরের গজারিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়েছিল।
রাতে বাড়ি ফেরার পথে শেরপুর-কাজীপুর আঞ্চলিক সড়কের শুভগাছা মোড়ে রাত ৯টার দিকে মোটরসাইকেলের সঙ্গে একটি সাইকেলের সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলে থাকা দুই বন্ধু ও সাইকেল আরোহী কিশোর হযরত সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তানভীরের মৃত্যু হয়।’
এদিকে শনিবার সকাল ১১টা পর্যন্ত আহত সানোয়ারের জ্ঞান ফেরেনি। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবারের লোকজন।
আহত হযরতের বড় ভাই সেরাত আলী বলেন,
‘গতকাল রাতে বাবার কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য হযরত সাইকেল নিয়ে ওই আঞ্চলিক সড়কের শুবলি এলাকায় গিয়েছিল।
সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। হযরত আলী রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছে।’
আরও পড়ুন :
- ইউক্রেনের হাসপাতালে রুশ হামলায় ২ জনের মৃত্যু
- ইমরান খানের ‘খেলা শেষ’: মরিয়ম নওয়াজ
- নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে শিশুর লাশ উদ্ধার
- বিমানবন্দরে পুলিশের কাছে হেনস্তার শিকার অভিনেতা
- হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ; নিহত ৩
- চকরিয়ায় বন বাগান দখলকারীদের গ্রেফতার
- চাঁপাইনবাবগঞ্জে ১ জনকে গ্রেফতার করেছে র্যাব -৫
- রায়পুরায় আব্দুল গফুর এর স্বরনে আলোচনা সভা ও গনভোজ
- অধিকার সংরক্ষণ অধিদফতর জরিমানা করেছে লাভল্যান্ডকে
- মুন্সিগঞ্জের মিরকাদিম পাইকারি মাছের বাজারে ভিড়
- সাজাপ্রাপ্ত আসামি একযুগ পর আটক
2 Replies to “বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত”
Comments are closed.