গাজীপুর সিটি করপোরেশনের ভোট ভালো হচ্ছে জানিয়ে নির্বাচন কমিশনার আলমগীর বলেছেন, ভোটগ্রহণে এখন পর্যন্ত অনিয়মের কোনো তথ্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে সিসিটিভিতে ভোট মনিটরিংয়ের পরে ইসি আলমগীর সাংবাদিকদের এসব কথা বলেন।
ইসি আলমগীর বলেন,
‘আমরা সিসিটিভি ক্যামেরায় দেখছি শৃঙ্খলার সঙ্গেই ভোটগ্রহণে কাজ সম্পন্ন হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন ও নির্বাচন কমিশন থেকে পর্যবেক্ষক হিসেবে যাদের পাঠানো হয়েছে তাদের কাছ থেকে আমরা যে রিপোর্ট পেয়েছি তাতে এই আড়াই ঘণ্টায় ভালোভাবেই ভোট হচ্ছে।’
ইভিএম ও সিসিটিভি ক্যামেরা কাজ না করার বিষয় জানতে চাইলে তিনি বলেন,
‘ইভিএম যেহেতু একটি মেশিন মাঝে মাঝে এটা অকার্যকর হয়ে পড়ে। এটা হতেই পারে।
সঙ্গে সঙ্গে সেটা ঠিক করার ব্যবস্থা করা হয়েছে। ৫-১০ মিনিট পরে আবার সবাই ভোট দিতে পারছে।’
তিনি আরও বলেন,
‘সিসিটিভি ক্যামেরার ক্ষেত্রে যেটা হয়েছে কিছু কেন্দ্রে ক্যামেরা আছে কিন্তু ইন্টারনেট না থাকার কারণে আমরা ঢাকা থেকে দেখতে পাচ্ছি না।
তবে সেগুলোতে রেকর্ডিং হচ্ছে। ভিডিও ফুটেজ আমাদের হার্ডডিস্কে থাকছে।’
অনেক কেন্দ্রে মেয়র প্রার্থী জায়েদার পোলিং এজেন্ট পাওয়া যাচ্ছে না, বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ইসি আলমগীর বলেন,
‘উনি কোনো অভিযোগ করেননি। না থাকলে সেটা তো তাঁর অভিযোগ করা উচিত ছিল।
তাঁদের সঙ্গে আমরা যখন মিটিং করেছি তখন বলেছি, নির্বাচনে যদি কোনো ধরনের বাধার সম্মুখীন হন, আমাদের নম্বরগুলো দেওয়া আছে, আমাদের কাছে জানাবেন, আমরা পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সহায়তায় ওই কেন্দ্রে এজেন্ট বসার ব্যবস্থা করে দেব।’
উল্লেখ্য, গাজীপুর ভোট সুষ্ঠু করতে ৪৮০ ভোটকেন্দ্রে ৪ হাজার ৪৩৫ সিসি ক্যামেরা বসানো হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে গত মঙ্গলবার সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয় নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন :
- গাইবান্ধায় ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন
- সরকার জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে চায়: ওবায়দুল কাদের
- ভোটগ্রহণে সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রকাশ রনি’র
- চিত্রনায়ক জিয়াউল রোশান বাবা হলেন
- ‘ব্লাডি ড্যাডি’ থেকে মাদক-কাণ্ডে শাহিদ কাপুর!
- গাজীপুর সিটি নির্বাচনের সিসি ক্যামেরা,যেভাবে মনিটরিং হচ্ছে
- হোমিওপ্যাথিক ঔষধের আধুনিক উৎপাদন প্রক্রিয়া বিষয়ক ওয়ার্কশপ
- চৌডালাতে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ
- তিন দিনের সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরলেন
- চেকপোস্টে নিজের বুকে গুলি করে পুলিশের আত্মহত্যা!
- এবার কন্ঠশিল্পী ইমরান মাহমুদুল বিয়ে করলেন!
- বগুড়ায় কিশোরকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা