নরসিংদীতে জনবন্ধু লোকমান হোসেন পৌর স্কুলের চতুর্থ বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর শিক্ষার্থীদের বর্নিল সাজের মধ্য দিয়ে দিন ব্যাপী বিদ্যালয়ের মাঠে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আগত অতিথিদের মুগ্ধ করে তোলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের নিয়ে জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরই বিদ্যালয়ের শিক্ষার্থী ক্রীড়াবীদদের শপথ পাঠ করা হয়। মশাল প্রজ্জলনের মধ্য দিয়ে প্রধান অতিথির অনুমতি নিয়ে শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন।
আগত প্রধান অতিথি সহ সকল অতিথিদেরকে উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যগন ও শিক্ষক, শিক্ষার্থীরা ব্যাচ পরিধান করে ও ফুল দিয়ে বরন করে সম্মান প্রর্দশন করে অতিথিদেরকে সম্মানিত করেছেন। ব্যাপক প্রস্তুতি নিয়ে বনীর্ল সাজে আনন্দঘন মনোরম পরিবেশে শিক্ষার আলো ছড়াতে নরসিংদী বাসীর বাতিগর আগামী দিনের কান্ডারী করোনাযুদ্ধা আলহাজ্ব কামরুজ্জামান কামরুল জনবন্ধু লোকমান হোসেন পৌর স্কুল প্রতিষ্ঠা করে অন্যরকম সৃষ্ঠান্ত স্থাপন করেছেন।
বিদ্যালয় অভিবাবক সহ কয়েক শতাধিক শিক্ষক,শিক্ষার্থী স্থানীয় ক্রীড়া মোদী দশক প্রেমীদের উপস্থিতিতে বিভিন্ন ধরনের নমুনা ধারন করেন যেমন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কলসি কাঁধে গ্রামের বধু,ডাক্তার,মালিনী,শিক্ষক,শিক্ষার্থী,কৃষক,সাঁপুড়ে,জেলে,সাংবাদিক,ফটোগ্রাফার,বাউল,হিন্দু,ক্রিকেটার,নানি-নাতনি,আধুনিক মেয়ে ও ছেলে সেজে তাদের প্রতিভা ফুটি তুলেন।
পাশাপাশি বিভিন্ন অংগ ভঙ্গিত ধারন করে সেজে গোজে নৃত্য ও সংগীত পরিবেশন করে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তুলে সকলের মন জয় করে দৌড়, রশি গোড়ানো,বালিশ খেলা,গুপ্তধন উদ্ধার,বস্তা দৌড়,লংজাম,হাই জাম,বর্ষা নিক্ষেপ চেয়ার খেলা সহ আরো বিভিন্ন খেলা প্রর্দশন করে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এর প্রচেষ্টায় বিদ্যালয়ের বিরাট সুনাম অর্জন করে অন্যরকম দৃষ্ঠান্ত স্থাপন করেন।
আজ সকালে নরসিংদী পৌরসভার চৌয়ালায় জনবন্ধু লোকমান হোসেন পৌর স্কুল প্রাঙ্গনে নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো: আবু সাইদ ভুইয়ার সঞ্চলায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১আসনের সংসদ সদস্য পদে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী নরসিংদী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর আওয়ামী লীগের সভাপতি মানবিক সাবেক মেয়র আলহাজ্ব কামরুজ্জামান কামরুল।
বিশেষ অতিথি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি আব্দুল মতিন মোল্লা, আবু সাঈদ মিয়াঁ, মোবারক হোসেন ভূঁইয়া, হাজী কামাল হোসেন বিল্লাল হোসেন,আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, মো: হোসেন আলী,মোজাম্মেল হক,প্যানেল মেয়র নূর মাহমুদ খন্দকার পারভেজ, পৌর কাউন্সিলর অনিল ঘোষ আজিজুর রহমান, দিদার হোসেন ফটো, সাইফুল ইসলাম বাবু মোজাম্মেল হক সরকার, জরুল ইসলাম খায়রুল হক, মাহবুব আলম ভূঁইয়া ইয়াসমিন সুলতানা, রোমানা ফেরদৌস, হালিমা বেগম প্রমুখ।
One Reply to “লোকমান হোসেন পৌর স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত..”
Comments are closed.