বরিশালে আগৈলঝাড়া উপজেলা চুরিতে বাধা দেওয়ায় আজিজুল বকতিয়ার নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আহত আজিজুল উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সেইসঙ্গে হামলাকারী চোরচক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানা গেছে, বৃহস্পতিবার (২৫ মে) ভোরে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট কদমবাড়ি গ্রামের মানিক ফকিরের বাগান থেকে কলা কেটে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন চোরচক্রের দুই সদস্য।
বাজারে যাওয়ার পথে স্থানীয় বাসিন্দা আজিজুল বিষয়টি দেখতে পান।
মানিক ফকিরের কলা বাগানের ভেতরে অপরিচিত লোক দেখে তিনি এগিয়ে গিয়ে গাছ থেকে কলা কাটতে বাধা দেন।
এ সময় চোরচক্রের ওই দুই সদস্য ধারালো কাঁচি দিয়ে কুপিয়ে আজিজুল জখম করে।
আজিজুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে চোর চক্রের ওই দুই সদস্যকে আটক করে। পরে আহত আজিজুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, আটক দুজন গৌরনদী উপজেলার মেধাকুল গ্রামের জাকির ফকিরের দুই ছেলে সাগর ফকির ও আকাশ ফকির। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন :
- কুমিল্লায় চায়ের দোকানে ডেকে নিয়ে যুবককে হত্যা
- মেহেরপুরে আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত
- ভোটগ্রহণে অনিয়মের কোনো তথ্য পাওয়া যায়নি: ইসি
- শিশু সদন এলাকার রাস্তা থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
- গাইবান্ধায় ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন
- বিয়ের খবর প্রকাশ্যের ১৮ দিনের মধ্যে বাবা হলেন রোশান
- হোটেল কক্ষ থেকে ভোজপুরি পরিচালকের মরদেহ উদ্ধার
2 Replies to “বরিশালে চুরিতে বাধা দেওয়ায় কুপিয়ে আহত”
Comments are closed.