গাইবান্ধায় পলাশবাড়ী উপজেলায় দন্ত চিকিৎসক পরিচয়ে প্রতারণার দায়ে মো. মেহেদী হাসান নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৭ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
দণ্ডিত ভুয়া দন্ত চিকিৎসক মেহেদী হাসান পলাশবাড়ী উপজেলার চৌমাথা এলাকার সায়েদ মিয়া ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভুয়া পদবি ব্যবহার করে দীর্ঘদিন ধরে দন্ত চিকিৎসক পরিচয় দিয়ে আসছিলেন মেহেদী হাসান।
তিনি পলাশবাড়ী পৌর শহরের চৌমাথায় অবস্থিত ডেন্টাল কেয়ার পয়েন্টে নিয়মিত রোগী দেখতেন।
বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান দুপুরে ডেন্টাল কেয়ার পয়েন্টে অভিযান চালান।
এসময় মেহেদী হাসান প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
পরে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২ ধারা অবমাননার দায়ে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মাহাবুব আলম প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন,
মেহেদী হাসান দীর্ঘদিন ধরে ভুয়া সনদ ব্যবহার করে জনগণকে ভুল চিকিৎসা দিয়ে আসছিলেন, যা রীতিমতো অপরাধ।
তার অপরাধ বিবেচনায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আরও পড়ুন :
- পদ্মা নদীর কাতল মাছ বিক্রি হলো ৫০ হাজারে!
- রাঙামাটির লংগদুতে আগুনে পুড়ে ছাই ৯ দোকান
- ইউক্রেনের হাসপাতালে রুশ হামলায় ২ জনের মৃত্যু
- বরাদ্দ বাড়ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আসন্ন বাজেটে
- ‘সাকিবের বিকল্প বোলার-ব্যাটিংয়ে এখনো তৈরি হয়নি’
- বিমানবন্দরে পুলিশের কাছে হেনস্তার শিকার অভিনেতা
- চাঁদপুরে ১০ দফা দাবি বাস্তবায়নে বিএনপির জনসমাবেশ
- ১০ দফা দাবি বাস্তবায়নে তানভীর হুদা’র বিশাল শোডাউন
- বন্দরে পোড়া তেলের ব্যবসা নিয়ন্ত্রণে নিতে যুবককে হত্যা
- খাগড়াছড়িতে নোমানের গাড়িতে হামলার অভিযোগ, আহত ৫