নাটোরে নির্ধারিত সময়ের আগেই স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাওয়ায় অন্তত ৫০ যাত্রী ট্রেনে উঠতে পারেনি। এতে ক্ষুব্ধ হয়ে ট্রেনে উঠতে না পারা যাত্রীরা কর্তব্যরত স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করে রাখে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নাটোর স্টেশনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
যাত্রীদের অভিযোগ, চিলাহাটি থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি রাত ১১টা ৫৯ মিনিটে নাটোর স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে ঢুকে। পরে ট্রেনটি না থেমেই ১২টা বাজতেই স্টেশন ছেড়ে যায়। এতে অন্তত ৫০ জন যাত্রী ট্রেনে উঠতে পারেনি। অন্তত তিন মিনিট ট্রেন দাঁড়ানোর কথা থাকলেও ১ মিনিটের কম সময়ে ছেড়ে যাওয়ায় অনেক যাত্রী ট্রেন থেকে নামতেও পারেনি বলেও জানান তারা।
এ বিষয়ে নাটোর রেলওয়ে স্টেশনের মাস্টার শামীম হোসেন বলেন, সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি তিন মিনিট থামার কথা থাকলেও দেড় মিনিটের মতো দাঁড়িয়েই ছেড়ে চলে যায়। সে কারণে অনেক যাত্রী ট্রেনে উঠতে পারেনি। তিনি বিষয়টি কন্ট্রোল রুমকে জানিয়েছেন।
তিনি আরও বলেন, গাড়ি ছেড়ে আসলে তিনি লাইন ক্লিয়ার করে দেন। প্যাসেঞ্জার ক্লিয়ারেন্সের বিষয়টি গার্ডের দেখার বিষয়। সেটা গার্ড দেখেনি। অন্য ট্রেনে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।
One Reply to “নাটোরে অর্ধশত যাত্রী রেখেই চলে গেল ট্রেন, অবরুদ্ধ স্টেশন মাস্টার”
Comments are closed.