বরগুনা জেলার তালতলী উপজেলায় মায়ের সঙ্গে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ছগির মোল্লা (৪২) নামের ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ছগির মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে স্বজনরা।
বুধবার (২৪ মে) সকাল নয়টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের বগীরহাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছগীর মোল্লা (৪২) আমতলীর উপজেলার ছোটবগী ইউনিয়নের বগীরহাট গ্রামের মৃত ইদ্রিস আলী মোল্লার সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়,
‘বুধবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের বগীরহাট খালে ছগির মোল্লা তার মা ছাহেরা বেগমের সঙ্গে জাল দিয়ে মাছ ধরতে যান।
এ সময় হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে খালে পড়ে পানিতে ডুবে যান ছগির।
এরপর তার মা বিষয়টি স্থানীয়দের জানালে ১২টার দিকে ছগিরকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে নিহতের মা ছাহেরা বেগম বলেন,
‘প্রত্যেক দিনের নাহান মোর পোলা ছগিরকে লইয়া সকালে মুই মোর বাড়ির পাশের খালে মাছ ধরতে যাই।
এ সময় ছগিরের মৃগী রোগ উঠে। সাথে সাথেই খালে পড়ে পানিতে ডুবে যায়।
পরে আমি লোকজন ডাকাডাকি করলে লোকজন এসে আমার ছেলে ছগিররে খাল থেকে তুলে হাসপাতালে নিয়ে যায়।’
এ বিষয়ে তালতীল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন,
‘ঘটনাটি আমরা জানতে পেরেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।’
আরও পড়ুন :
- বগুড়ায় কিশোরকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা
- প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগের নেতার প্রাণহানি
- দুইদিন বন্ধ থাকবে শরীয়তপুর-চাদঁপুর ফেরিঘাট
- অটোরিকশা চার্জ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু
- ছাগল বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- চলন্ত ট্রেনের নিচে পড়েও বেঁচে আছে স্কুলছাত্র
- টেকনাফে বজ্রপাতে দুই যুবক নিহত
- পানিসম্পদ মন্ত্রণালয়ের দুই প্রকল্পে ব্যয় বেড়েছে
- ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করায় আনন্দ মিছিল
- শেরপুরে ব্রিজের নিচে অজ্ঞাত নারীর মরদেহ
- নওগাঁর হাটে ধানের সরবরাহ বেড়েছে প্রতি মণ ১২০ টাকা
- মানিকগঞ্জে থ্রি-হুইলার দুই শিফটে চলাচলের কার্যক্রম শুরু
- পাকিস্তানে আত্মসমর্পণের পর পুলিশি হেফাজতে খাদিজা!
One Reply to “বরগুনায় মৃগী রোগের কারণে পানিতে পড়ে ব্যক্তির মৃত্যু”
Comments are closed.