ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   আর্জেন্টিনা ৭০ হাজার সরকারি কর্মীকে বরখাস্ত করতে যাচ্ছে    ৬০ কিমি বেগে রাতেই যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা    ফকিরহাটে ষাটোর্ধ্ব নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার    খালেদা জিয়া গুরুতর অসুস্থ: মির্জা ফখরুল    লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১৫,০০০/- টাকা জরিমানা    দুটো ছেলে মানুষ করা খুব শক্ত কাজ –কারিনা কাপুর    রাজধানীর খিলগাঁওয়ে অটোরিকশাচালকের অস্বাভাবিক মৃত্যু    কেন ধীর হয়ে আসছে পৃথিবীর ঘূর্ণন, সতর্ক করলেন বিজ্ঞানীরা    শুক্রবার প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা    ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসতে পারে শুক্রবার    ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের শামিল: পররাষ্ট্রমন্ত্রী    নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির ইফতার মাহফিল    হ্যাকার চক্রের সন্ধান দিলেই মিলবে মোটা অংকের পুরস্কার    ঝালকাঠিতে নদী থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার    “এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল”এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠিত

নরসিংদীর রায়পুরায় সুর্য তরুণ সমাজ কল্যান সংঘ কর্তৃক আয়োজিত বিজয় দিবসে ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ ফাইনাল খেলায় আবদুল্লাচর মেঘনা স্পোটিং ক্লাবকে ১০ রানে পাজিত করে উত্তর বাখরনগর ক্রিকেট একাদশ চ্যাপিয়ন ফ্রিরিজ পুরস্কার লাভ করেন ।

আজ রবিবার সকালে নরসিংদীর রায়পুরা অলিপুরার নবীয়াবাদে বীরমুক্তিযোদ্ধা মকুল এন্ড কলেজ মাঠে সুর্য তরুণ সমাজ কল্যান সংঘের সভাপতি ও জাতিসংঘ মিশন এর কর্মকর্তা নাজিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করবেন নরসিংদী জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক, মরজাল কাজী বশির উদ্দিন ও উত্তর বাখরনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি,উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী শিক্ষাবিদ মানবিক নেত্রী লাইলা কানিজ লাকী বিজয়ী উত্তর বাখরনগর ক্রিকেট একাদশ চ্যাপিয়ন হওয়ায় ফ্রিরিজ পুরস্কার প্রদান করেন।

 

নরসিংদীর নরসিংদীর

প্রধান আলোচক বীরমুক্তিযোদ্ধা মকুল এন্ড কলেজ এর প্রতিষ্টাতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: ওমর ফারুক খান মকুল। উদ্ধোধক : মরজাল আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সমাজ সেবক নাজমুল হাসান মিষ্টার।

পৃষ্টপোষক হিসেবে আরো উপস্থিত ছিলেন চান্দেরকান্দি ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম মিঠু। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাশেল, উত্তর বাখরনগর ইউনিয়ন চেয়ারম্যান হাবিব উল্লাহ হাবিব, মরজাল ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, চরমধুয়া ইউপি চেয়ারম্যান আহসান সিকদার, চান্দেরকান্দি ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খন্দকার মিতুল,সুর্য তরুণ সমাজ কল্যান সংঘ প্রধান উপদেষ্টা শামীম মাহবুব, উপজেলা যুবলীগ যুগ্ম সাধারন সম্পাদক হান্নান সরকার, বীরমুক্তিযোদ্ধা সামসুল হক দারু, বীরমুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ বাচ্চু,বীরমুক্তিযোদ্ধা আবু তাহের মরজাল ইউনিয়ন ছাত্রলীগ সি: যুগ্মআহবায়ক মো: জাকির হোসেন রিয়াদ, রায়পুরা কলেজ সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন স্বাধীন,ব্যবসায়ী ও সমাজ সেবক ইলয়াছ হোসেন ইসডু, সুর্য তরুণ সমাজ কল্যান সংঘ সাবেক সভাপতি সোহরাব হোসেন প্রমুখ।

খেলায় ধারাভাষ্যকার হিসেবে যারা ছিলেন জেলা ষ্টেটিডিয়ামের অফিসিয়া ধারাভাষ্যকার ইব্রাহিম খলিল, ধারাভাষ্যকার কামরুজ্জামান শিপন, ধারাভাষ্যকার তৌফিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি মানবিক নেত্রী শিক্ষাবিদ লাইলা কানিজ লাকী বলেন, বাংলাদেশ সহ সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হইলো ক্রিকেট । লেখাপড়ার পাশাপাশি খেলা দোলায় আরো মনোযোগি হয়ে শারিরিক সুস্থতা ধরে রাখতে হবে।

খেলায় জয়পরাজয় থাকবে প্রতিহিংসা করা যাবে না, জয় পরাজয় নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এ দেশের যুব সমাজ ক্রিকেট খেলার বক্তরা এলাকার প্রতিটি পাড়া মহল্লায় থেকে মাদক মুক্ত সমাজ গড়তে জুড়ালো আওয়াজ তুলতে হবে।

খেলা দোলার মাধ্যমে অগ্রসর হয়ে মকলে মিলে সমাজে মাদক বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকে সবাই না বলতে হবে। সমাজের অন্যায় অপরাধ অসামাজিক কর্মকান্ডের বিরোদ্ধে সবাই মিলে দূর্বার প্রতিরোধ গড়ে তুলব।

আমি সমাজের ভাল কাজের জন্য সব সময় সাহায্য সহয়োগিতা হাত বাড়িয়ে দিয়ে আসছি। আমাকে আল্লাহ পাক যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখবেন ততদিন মানুষের মঙ্গলের জন্য সব ধরনের সাহায্য সহযোগিতা কওে যাব। সমাজ পরির্বতনের জন্য আমি দেশবাসীর পাশে সব সময় থাকতে পারি সকলের দোয়া সহয়োগিতা কামনা করছি।

বশির আহম্মেদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।