ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

শিরোনামঃ

   কুড়িগ্রামে লাইজু কিডস ফুটবল একাডেমীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।     পয়েলা বৈশাখে ওড়ানো যাবে না ফানুস    ইসলামী শিক্ষা সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল করলো মানব কল্যাণ পরিষদ    ৫ কেজি ওজনের তরমুজ ১০০ টাকায় মিলছে!    রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তের আগুন    চিকেন বারবিকিউ তৈরি করবেন যেভাবে    ফিরে পেলেন ১১ বছর আগে হারানো সন্তান, ওমরাহ পালনে গিয়ে    অন্তঃসত্ত্বা প্রসঙ্গে মুখ খুললেন পরিণীতি    ২৩৮ বার হেরেও ফের নির্বাচনে লড়বেন তিনি    জন্মের পরেই এত বড়লোক রাহা! ২৫০ কোটি রুপির বাংলো উপহার দেবেন আলিয়া-রণবীর    ব্যবহৃত অলংকারের জাকাত দিতে হবে কি?    ১৩.৬৪ সেকেন্ডে ১ লিটার লেবুর শরবত খেলেন ডেভিড    জুমার দিন দরুদ পড়ার ফজিলত    আবারও সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত ৩৬    আবারও অধিনায়ক হিসেবে বাবরকে বেছে নিল পিসিবি

ফরিদপুরের সদরপুরে নির্মাণাধীন একটি ব্রিজের পাশে মাটির স্তূপ ধসে তিনজন শ্রমিক নিহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৩১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গী এলাকায় জমাদ্দার খালের ওপর এ ঘটনায় একজন শ্রমিককে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন— ফরিদপুর সদরের কবিরপুর এলাকার মো. অন্তর (২০), কৈজুরী ইউনিয়নের মো. জুলহাস মীর (২৪) এবং বাগেরহাট জেলার উদয়পুর গ্রামের মো. জাবের।

ঘটনার প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বলেন,

‘জমাদ্দার খালের ওপর নির্মাণাধীন ব্রিজের পূর্ব পাশে চার শ্রমিক রড ও গুনা দিয়ে ব্রিজের খাচি বাঁধছিলেন।

দুপুর ১২টার দিকে হঠাৎ ব্রিজের পাশে স্তূপ করে রাখা মাটি ধসে তাদের ওপর পড়ে।

এ সময় অন্য শ্রমিকরা একজনকে জীবিত উদ্ধার করতে পারলেও বাকি তিনজনকে উদ্ধার করা যায়নি।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় মাটির নিচ থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।’

সদরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

অপরদিকে, এই বিষয়ে নিয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন,

তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন :

এনএএন টিভি


প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও
কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।